Bismillahir Rahmanir Rahim

Ittehad Aid is a non profitable organization. Our main motto is "Born To Serve".

চট্টগ্রামে দরিদ্র শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ- ২০১৯

আজ ৩১-এ মে ২০১৯, শুক্রবার, চট্টগ্রামের খুলশীর ওয়ারলেসে অবস্থিত টাওয়ারের গোড়া এলাকায় ০ থেকে ৭ বছর বয়সী ৭৭ জন দরিদ্র শিশুর মাঝে আমরা ঈদের নতুন জামা বিতরণ করেছি। আমাদের এই প্রচেষ্টায় যারা আর্থিক, স্বেচ্ছাসেবা এবং অন্যান্যভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল হতে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ্‌ আমাদের সকল ভালো কাজের উত্তম প্রতিদান দান করুন । আমিন।

    

রমজানে চট্টগ্রামে দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ - ২০১৯

আল্লাহর অশেষ রহমতে আমরা গতকাল ১৭ই মে ২০১৯, শুক্রবার ৩৫ টি রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করতে পেরেছি। বিতরণের স্থান- মইজ্জারটেক, কর্ণফুলী থানা, চট্টগ্রাম। আমাদের এই প্রচেষ্টায় যারা আর্থিক, স্বেচ্ছাসেবা এবং অন্যান্যভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল হতে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ্‌ আমাদের সকল ভালো কাজের উত্তম প্রতিদান দান করুন । আমিন।

ramadan iftar distribution 2019_1 ramadan iftar distribution 2019_2 ramadan iftar distribution 2019_3 ramadan iftar distribution 2019_4



চট্টগ্রামের রসুলবাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ- ২৬ অক্টোবর ২০১৮

গত ২১শে অক্টোবর ২০১৮, রোববার চট্টগ্রামের চকবাজারের রসুলবাগ আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। 
আমরা গত ২৬ অক্টোবর ২০১৮, শুক্রবার ৪৬ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পরিবার প্রতি ৫০০ টাকা করে আর্থিক সাহায্য বিতরণ করেছি। আমাদের এই প্রচেষ্টায় যারা আর্থিক, স্বেচ্ছাসেবা এবং অন্যান্যভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল হতে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ্‌ আমাদের সকল ভালো কাজের উত্তম প্রতিদান দান করুন । আমিন।

rasulbag fire damaged (1)  rasulbag fire damaged (3)  rasulbag fire damaged (2)  rasulbag fire damaged (4)  rasulbag fire damaged (5)

ঢাকায় দরিদ্র শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ- ২০১৮

গত ৬ই জুন ২০১৮, বুধবার ঢাকার খিলগাঁও-এর তালতলায় অবস্থিত পাথেয় নৈশ বিদ্যালয়ের ৪২ জন দরিদ্র শিশুর মাঝে আমরা  ঈদের নতুন জামা বিতরণ করেছি। আমাদের এই প্রচেষ্টায় যারা আর্থিক, স্বেচ্ছাসেবা এবং অন্যান্যভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল হতে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ্‌ আমাদের সকল ভালো কাজের উত্তম প্রতিদান দান করুন । আমিন।

dhaka eid cloth distribution 2018_1 dhaka eid cloth distribution 2018_2 dhaka eid cloth distribution 2018_3

চট্টগ্রামের দরিদ্র শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ- ২০১৮

প্রতি বছরের মত গত ৭ই জুন ২০১৮, বৃহস্পতিবার আমরা চট্টগ্রামের কিছু দরিদ্র শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করেছি। আমাদের এই প্রচেষ্টায় যারা আর্থিক, স্বেচ্ছাসেবা এবং অন্যান্যভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল হতে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ্‌ আমাদের সকল ভালো কাজের উত্তম প্রতিদান দান করুন । আমিন।

eid bostro ctg 2018_1 eid bostro ctg 2018_2 eid bostro ctg 2018_3

রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ -২০১৮

আল্লাহর অশেষ রহমতে আমরা আজ ১লা জুন ২০১৮, শুক্রবার ২৫ টি রোজাদার পরিবারের মাঝে ইফতার বিতরণ করতে পেরেছি। বিতরণের স্থান- দেয়াংপাড়া, দৌলতপুর, আনোয়ারা, চট্টগ্রাম। আমাদের এই প্রচেষ্টায় যারা আর্থিক, স্বেচ্ছাসেবা এবং অন্যান্যভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল হতে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ্‌ আমাদের সকল ভালো কাজের উত্তম প্রতিদান দান করুন । আমিন।
iftar2018_1  iftar2018_3 iftar2018_4  iftar2018_5 iftar2018_6iftar2018_7 iftar2018_8
 

শীতার্ত রোহিঙ্গাদের মাঝে শীতবস্ত্র বিতরণ - ২০১৭

আল্লাহর অশেষ রহমতে আমরা গত ২৯ শে ডিসেম্বর, শুক্রবার শীতার্ত রোহিঙ্গাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরেছি।  আমাদের এই প্রচেষ্টায় যারা আর্থিক, স্বেচ্ছাসেবা এবং অন্যান্যভাবে সহযোগিতা করেছেন তাদের  সকলকে অন্তরের অন্তঃস্থল হতে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ্‌ আমাদেরকে সকল ভালো কাজের উত্তম প্রতিদান দান করুন । আমিন। 

   shitbostro for rohingya 02 

   

Winter cloth distribution,2016-Islampur

Alhamdulillah. We completed the winter cloth distribution for 2016. This year our winter cloth distribution program was held at Islampur thana under Jamalpur district.We distriubted the winter cloth to the poor people, most of them were flood affected during this year.



May Allah accept our task.

 

Winter cloth distribution,2016-Islampur

Insha Allah, we will go to Islampur to distribute winter cloth to the poor people. Please pray for us.

 

Free Eye Treatment Service by Ittehad Aid

আলহামদুলিল্লাহ্‌, সাহায্য সংস্থা ইত্তিহাদ এইড এর উদ্যোগে গত ২৬শে মার্চ ২০১৬, শনিবার চট্রগ্রামের একটি গ্রামে (দেওয়ানপুর, রাউজান) বদুপাড়া রহমানিয়া হোছাইনিয়া মাদ্রাসা প্রাঙ্গনে একটি বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজন করা হয়। উক্ত কার্যক্রমে ইত্তিহাদ এইডের পক্ষ হতে ১১০ জনেরও অধিক দুস্থ লোককে সফল্ভাবে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহান আল্লাহ তায়ালার নিকট কৃতজ্ঞতা এই জন্যে যে, তিনি ইত্তিহাদ এইডকে চিকিৎসা সেবার এই অঙ্গনেও আমাদেরকে সফল করেছেন। ইনশাআল্লাহ, ভবিষ্যতে যেসব এলাকায় চিকিৎসা সেবা একেবারেই অপ্রতুল, সেইসব এলাকার দুস্থ লোকজনের নিকট ইত্তিহাদ এইড বিনামুল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য অঙ্গিকারবদ্ধ। আল্লাহ আমাদের ইচ্ছা ও কর্মকে কবুল করুন। (আমিন) 

Iftar Mahfil for Poor & Disabled by Ittehad Aid

আলহামদুলিল্লাহ্‌,সাহায্য সংস্থা ইত্তিহাদ এইড এর উদ্যোগে গত ১৫ রমজান, ২০১৫ চট্রগ্রামে টেরিবাজার অবস্থিত হোটেল তানিয়াতে ইফতার মাহফিল আয়োজন করা হয়।উক্ত ইফতার মাহফিলে প্রায় ২৬ জন মিসকিন ও শ্রমিক সহ ৪৬ জন রোযাদাদের ইফতার করে। অত্র ইফতার মাহফিলে প্রধান সমন্বয়কারী কামরুল ই্সলাম সহ ইত্তিহাদ এইড এর সম্মানিত সদস্যবৃন্দ ও আমন্ত্রিত মেহমান উপস্থিত ছিলেন।

Blood Group selection Campaign Completed at Al-Jamiah Al-Islamiah Patiya Madrasha Chittagong

February 27 2015: Half day long blood Group selection Campaign: Ittehad Aid has accomplished a Half day long blood Group selection Campaign at "Al Jameya Al Islamia Patiya Madrasha Chittagong", a very wellknown Qawmi Madrasha in Asia. The program started at 10.00 am and continued till 3.00 PM in 27th February 2015. It was organized by Starlit foundation with the assistance of Ittehad Aid. Ittehad Aid already did this type of campaign with their dedicated volunteers and an excellent team. They were invited in this program at Patiya Madrasha with an offer from Starlit Foundation. Students, Teachers and local people willingly participated and identified their blood group. Within a short time, Ittehad Aid tried to cover the maximum. Simultaneously, Ittehad Aid has enhanced their Blood donor information also. Alhamdulillah, now we are trying to gain trust and reliability from mass people as we are committed to serve the creation.

Blood Group Identification Program in Al Jamiya Al Islamia Patiya Madrasa

“ইত্তিহাদ এইড” এবং "স্টারলিট ফাউন্ডেশন" এর যৌথ উদ্যোগে আগামী ২৭/২/২০১৫ তারিখে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসায় রক্তের গ্রুপ সনাক্তকরণ কর্মসূচী গ্রহন করা হয়েছে উক্ত কর্মসূচীতে আপনিও আমন্ত্রিত।
স্থানঃআল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসা, পটিয়া চট্রগ্রাম সময়ঃ সকাল ৯ টা-বেলা ১১ টা তারিখঃ২৭/২/২০১৫

Winter Cloth Distribution 2014- Gaibandha

সাহায্য সংস্থা ইত্তিহাদ এইড এর উদ্যেগে গাইবান্দা জেলার অন্তর্গত সাঘাটা থানার ভরতখালী ইউনিয়ন এর ভরতখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২৭/১২/২০১৪ রোজ শনিবার সকাল ১০ টায় শীতার্তদের মাঝে ২৫০টি শীতবস্ত্র বিতরণ করা হয়। অত্র শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়কারী শোয়েব মাহমুদ সহ ইত্তিহাদ এইড এর সম্মানিত সদস্যবৃন্দ তানভির, জাহিদ, মাসুদ, কামরুল ই্সলাম, শাহনেওয়াজ, আনিছ, আফছার।

Winter Cloth Distribution 2013

Due to Political Unrest, we were unable to distribute winter cloth as per our plan. Now, for the time being, we tried to perform our Aid activities in a short range in Dhaka & Chittagong. But we hope, we shall finish our Aid activities for cold heated people of Bangladesh rural area as per our Plan Insha Allah. Keep in touch with us. Meanwhile, we distributed 40 Blankets & some winter clothes to the poorest distress people at the roadside and slum-house. Some photos of our activities are attached below.


Winter Cloth Distribution Campaign 2013

Winter cloth collection

Blood Group detection campaign

রক্তের গ্রুপ সনাক্তকরণ কর্মসূচী সম্পন্ন
“ইত্তিহাদ এইড” এর উদ্যোগে গত ২৬ মার্চ ২০১৪ ইং চট্টগ্রাম মিয়াখাঁন নগরে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া আল আরাবিয়া মোজাহেরুল উলুমে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের রক্তের গ্রুপ সনাক্তকরণ কর্মসূচী পরিচালনা করা হয়। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৫ম বর্ষের ছাত্র শাকিল, মাহফুজ, শিশির, জুয়েল এই কর্মসূচীতে সার্বিক টেকনিক্যাল সহায়তা করে। মাদ্রাসায় অবস্থানরত ছাত্র-শিক্ষকদের বিপুল উৎসাহ উদ্দীপনায় সর্বমোট ১৮৪ জনের রক্তের গ্রুপ সনাক্ত করা হয়। মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা লোকমান হাকীম (দা:বা) সহ প্রতিষ্ঠানের সকলের সার্বিক সহযোগিতা নিয়ে ইত্তিহাদ এইড এর প্রধান সমন্বয়কারী মাওলানা মারগুব মোরশেদের সার্বিক তত্ত্ববধানে রক্তের গ্রুপ সনাক্তকরণ কর্মসূচী সম্পাদন করা হয়। এতে ইত্তিহাদ এইড এর সম্মানিত সদস্য শহীদুল আলম, মামুন, সোহেল, আনোয়ার, শাহনেওয়াজ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Image Gallery

Contact Info

Phone: +8801816307181
Address: Anderkilla,Chittagong.
E-mail: fund@ittehadaid.com